অদিতি - দেবতাদের মা

অদিতির পুত্রদের আদিত্য বলা হয়ে থাকে। অদিতি হলেন দেবতাদের মাতা। অদিতি নামের অর্থ হলো আনবাউন্ড বা আনফিট্টার। অদিতি নামের মধ্যে প্রোটো-ইন্দো-ইওরোপীয় মূল 'দা' (da) রয়েছে যার অর্থ বাঁধাই (to bind)।


অদিতি - দেবতাদের মা
অদিতি এবং কাশ্যপ ১২ জন পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। শাস্ত্রে অদিতির পুত্রদের আদিত্য বলে উল্লেখ করা আছে।


সুতরাং অদিতির অর্থ তিনি আনবাউন্ড বা মুক্ত। এটির অন্য একটি  অর্থ অনন্য ও বটে। অদিতি সীমাহীন আকাশের প্রতিনিধিত্বকারী ও সময় এবং স্থানের সীমাহীনতা স্বরূপ।

বেদ অনুসারে অদিতি হলেন সমস্ত জীবনের অভিভাবক এবং সমস্ত প্রাণীর সমর্থক।  ব্রহ্মার মানসপুত্র ছিলেন ঋষি মারীচী । ঋষি মারীচীর পুত্র ছিলেন কাশ্যপ। শাস্ত্রানুসারে কাশ্যপের ১৩ জন স্ত্রী ছিলেন। অদিতি, দিতি (অদিতির বোন ), দানু (অদিতির বোন ) , কদ্রু (অদিতির বোন ) ,সুরভী,বিনতা (অদিতির বোন ) ,তাম্র ১৩ জন স্ত্রীদের মধ্যে অন্যতম। 

বিষ্ণু পুরানে বলা আছে অদিতির পিতা ছিলেন দকসা (Daksha) এবং মাতা ছিলেন পাঞ্চজনী। অদিতি এবং কাশ্যপ ১২ জন পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। শাস্ত্রে অদিতির পুত্রদের আদিত্য বলে উল্লেখ করা আছে। আদিত্যর অর্থ হলো অদিতির বংশধর বা অদিতির সন্তান। ১২ জন আদিত্য হলেন VARUNA, MITRA, ARYAMAN, BHAGA, AMSHUMAN, DHATA, INDRA, SAVITA, TVASTHA, PUSHYA, VIVASVAN/VIVASVAT, VAMANAএই ১২ জন আদিত্য, ভগবান বিষ্ণুরই অবতার। 

অদিতির বোন দিতি এবং কাশ্যপ এর থেকে  অনেক পুত্রসন্তান জন্ম হয়েছিল। শাস্ত্রে দিতির পুত্রদের দৈত্য বলা হয়েছে। দিতির পুত্রদের মধ্যে অন্যতম হলেন হিরণ্যকাশুপ, হিরণ্যাক্ষ। 

অন্য বোন ও কাশ্যপের স্ত্রী দানুও অনেক সন্তানের জন্ম দিয়েছিলেন। দানুর সন্তানেরা দানব বলে শাস্ত্রে উল্লিখিত। এই দানব এবং দৈত্যদের একসাথে অসুর বলা হয়। হিন্দু শাস্ত্র মতে অদিতি আদিম দেবী হিসাবে পূজিত হন। পুরান অনুযায়ী অন্যান্য দেব দেবীদের মতো অদিতির ও বাহন আছে, মোরগ। মোরগ শক্তি ও সম্মানের প্রতীক।