About

আপনাকে  স্বাগতম ! Topic Divine পোর্টালটি  হিন্দু পুরাণ, বেদ, শাস্ত্র আদির ওপর একটি উত্সর্গীকৃত ওয়েবসাইট। আমাদের প্রাথমিক লক্ষ্যটি সহজভাবে কোনও পরিবর্তন ছাড়াই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী গীতার সমস্ত শ্লোকের অর্থ আপনাদের সামনে তুলে ধরা। 

ভগবানের বাণী গুরু পরম্পরায় শ্রীকৃষ্ণের থেকে আমরা পেয়েছি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এর গীতা যথাযথ রূপে।

এই পোর্টাল এ আমরা হিন্দু পুরানের বিভিন্ন ঘটনা, পুরাণের বিভিন্ন বাণী , মহান ব্যক্তিত্বদের জীবনী তুলে ধারার চেষ্টা করবো।